স্টেম সেল প্রযুক্তি ব্যবহার করে গবেষণাগারেই তৈরি হচ্ছে মানুষের নাক, কান ও রক্ত সংবহনতন্ত্রের বিভিন্ন অংশ। উত্তর লন্ডনের একটি গবেষণাগারসহ বিশ্বের বিভিন্ন গবেষণাগারই এ কাজে নিয়োজিত আছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ। এ ধরনের গবেষণাগারগুলো চিকিৎসাবিজ্ঞানের কাজে শরীরের বিভিন্ন অঙ্গ নির্মাণের কাজে নিয়োজিত আছে। তবে বাস্তবে খুব কম রোগীই এখন পর্যন্ত গবেষণাগারে তৈরি অঙ্গ পেয়েছেন। এসব অঙ্গের মধ্যে রয়েছে রক্ত ও বায়ু পরিবহনে ব্যবহৃত নালী এবং চোখের পানি পরিবহনের নালী। তবে গবেষকরা আশা করছেন,...

